কিডনি ড্যামেজের লক্ষণ - Symptoms Of Kidney Disease Bengali ! About Bangla

কিডনি ড্যামেজের লক্ষণ - Symptoms Of Kidney Disease Bengali ! About Bangla


কিডনি ড্যামেজের লক্ষণ - Symptoms Of Kidney Disease Bengali ! About Bangla 

শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি, শরীর সুস্থ রাখার জন্য কিডনি সুস্থ রাখা খুব জরুরী। কিডনি ড্যামেজ হতে থাকলে কর্মশক্তি কমে যায় শরীর ধীরে ধীরে অকেজো হয়ে যায়। কিডনি রোগ এটা হলো একটা নীরব ঘাতক। 

আপনার কিডনি যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা টের পাওয়ার কোনো উপায় নাই কিন্তু কিছু কিছু লক্ষণ শরীরে দেখা দিলে বুঝবেন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। কিডনি ধীরে ধীরে ড্যামেজ হওয়ার কারণে কিডনি নষ্ট হয়ে যায়। কিডনি রোগের কোন নির্দিষ্ট বয়স নাই এটা ছোট-বড় সবারই হতে পারে। 

বিশেষ করে ডায়াবেটিস এবং হাই প্রেসারের রোগীদের  কিডনি ড্যামেজের ঝুঁকি বেশি থাকে এবং কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 

আর কিডনি রোগে মারা যাওয়ার মূল কারণ হলো অসচেতনতা। এজন্য কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ সম্পর্কে ভালভাবে জানা দরকার। এবার দেখে নিন কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণ গুলি।

কিডনি ড্যামেজের লক্ষণ - Symptoms Of Kidney Disease Bengali ! About Bangla 

1 প্রস্রাবে সমস্যা :

কিডনি ড্যামেজের লক্ষণ গুলোর মধ্যে প্রস্রাবের সমস্যা অন্যতম।

কিডনি ডেমেজ হতে থাকলে সবথেকে প্রথম প্রস্রাবে সমস্যা দেখা দেয়। প্রস্রাবে সমস্যা হলে প্রথমেই প্রস্রাবে রং হলুদ হয়ে যায়। এটা কিডনি ড্যামেজের অন্যতম একটি লক্ষণ।

2 প্রস্রাবের সময় শরীর হালকা ঝাঁকি দেয়:

প্রস্রাবের  সময় জ্বালা যন্ত্রণা হয় এবং প্রস্রাব করার সময় শরীর হালকা ঝাঁকি দেওয়া এটা কিডনি ড্যমেজের লক্ষণ।শরীরের বিভিন্ন উপকারী প্রোটিনগুলো প্রস্রাবের সাথে বের হয়ে জায় এজন্য শরীর হালকা ঝাঁকি দেয়। এটা কিডনি ড্যামেজের  একটি লক্ষণ


3 পায়ের গোড়ালি ফোলা :

কিডনি ড্যামেজের লক্ষণ গুলোর মধ্যে পায়ের গোড়ালি ফুলা খুব সাধারন একটি লক্ষণ। কিডনি যখন ডেমেজ হতে থাকে তখন শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়  এর ফলে পায়ের পাতা ও পায়ের গোড়ালি ফুলে জায়। 

সোডিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো প্রস্রাবের সাথে সোডিয়াম পুরোপুরি ভাবে বের হয়ে না।

4 প্রস্রাবে রক্ত :

সুস্থ কিডনি সাধারণত শরীরের ভিতরে রক্তে থাকা বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কিডনি ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবের সাথে ব্লাড সেল বের হয়ে যায়। 

সাধারণত কিডনি পাথর, কিডনি ইনফেকশন হলে এই সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে, প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যাচ্ছে। এটা কিডনি ড্যামেজের অন্যতম একটি লক্ষণ

5 খাবারে অরুচি :

কিডনি সমস্যা হওয়ার কারণে শরীরের বিষাক্ত পদার্থগুলোর উপস্থিতি বেড়ে যায়  করন  বিষাক্ত পদার্থ গুলো প্রস্রাবে সাথে বের হয় না, জন্য খাবারে অরুচি ও বমি ভাব হয়। এতে করে শরীরে অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং কিডনি রোগের ঝুঁকি আরো বেড়ে যায়। 


6 চোখের পাতা ফুলে যাওয়া :

চোখের পাতা ফুলে যাওয়ার কারণ হলো প্রস্রাবের সাথে শরীরের প্রোটিন গুলো বের হয়ে যায়।  যখন কিডনি ড্যামেজ হতে থাকে তখন শরীরের বিভিন্ন উপকারী প্রোটিনগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাই চোখের পাতা ফুলে যাওয়া কিডনি ড্যামেজের  একটি লক্ষণ


7 শরীরে চুলকানি :

কিডনি যখন ড্যেমেজ হতে থাকে তখন কিডনি ঠিক ভাবে কাজ করে না  এতে শরীরে বিষাক্ত পদার্থগুলোর উপস্থিতি বেড়ে যায় এরপর শরীরের চুলকানি দেখা দেয়। 

এটা সাধারণত এলার্জি ভাবে এড়িয়ে যায় এবং এলার্জি দূর করার ঔষধ সেবন করে  এতে করে কিডনি ড্যামেজের চুকিয়ে আরো বেড়ে যায়। 

8 ছোট ছোট শ্বাস :

কিডনি ড্যামেজের আরেকটি লক্ষণ হলো ছোট ছোট শ্বাস হওয়া। কিডনি ডেমেজ হতে থাকলে শরীরে অনেক বেশি দুর্বলতা দেখা দেয় এবং ফুসফুসে তরল পদার্থ জমা হয় বলে শ্বাস ছোট হয়ে যায়। এ সময় শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয় ও শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। 

সাধারণত এ ধরনের সমস্যা দেখা দিলে বুঝবেন আপনার কিডনি ড্যামেজ হতে শুরু করছে। এই সমস্যাগুলো অবহেলা করলে ভয়াবহ কিডনির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে । 

কিডনি ড্যামেজের লক্ষণ - Symptoms Of Kidney Disease Bengali ! About Bangla 

এই ছোট ছোট সমস্যাগুলো দেখলে বুঝতে হবে আপনার কিডনি ড্যামেজ হচ্ছে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অথবা ঘরোয়া চিকিৎসা পদ্ধতি জেনে ঘরে চিকিৎসা নিন। কিডনি রোগের কোন বয়সে নাই এটা যেকোন বয়সের মানুষের হতে পারে। 


কিডনি ড্যামেজের লক্ষণ, Symptoms Of Kidney Disease Bengali, About Bangla, ইনফেকশনের লক্ষণ,কিডনি রোগের লক্ষণ,কিডনি নষ্ট হওয়ার লক্ষণ, কিডনি সমস্যা,কিডনি ড্যামেজের লক্ষণ, Symptoms Of Kidney Disease Bengali, About Bangla, ইনফেকশনের লক্ষণ,কিডনি রোগের লক্ষণ,কিডনি নষ্ট হওয়ার লক্ষণ, কিডনি সমস্যা,

Post a Comment

0 Comments