পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About বাংলা
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
পাইলস রোগ যাদের হইছে কেবল তারাই বুঝে এর ভয়াবহ যন্ত্রণার কথা। মানবদেহের অতি যন্ত্রণা দায়ক এবং জটিল রোগ ব্যাধি গুলোর মধ্যে অর্শ বা পাইলস হলো একটি।
এই রোগ থেকে বাঁচার জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসা করাতে হয়। পাইলস খুব পরিচিত একটি শারীরিক সমস্যা। মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠা, জ্বালা করা হলো অর্শ্বরোগের উপসর্গ।
পাইলস রোগের লক্ষণগুলো হলো মলদ্বারের ভেতরে বা বাইরে, চারপাশে বা একপাশে, একটি বা একাধিক, গোলাকৃতি অথবা সুচাল গুটিকা দেখা দেয়। এই গুটিকাগুলোকে বলি বা গেজ বলা হয়। ফাইবারযুক্ত খাবারের অভাব, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাসের কারণে এই রোগ শরীরে বাড়তে থাকে।
পায়খানা করার সময় এগুলো থেকে কম বেশি ব্লাড যায়। তবে এবার জেনে নিন ওষুধ ছাড়া ঘরোয়া পদ্ধতি পাইলস রোগের সমাধান উপায়।পাইলস থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি গুলো।
বরফ :
পাইলস নিরাময় করার অন্যতম উপাদান বরফ। যখন মলদ্বারের জায়গা টা ফুলে গেলে সেখানে বরফ লাগিয়ে দিবেন।
বরফ রক্ত চলাচল সহজ করে এবং পাইলসের ব্যথা জ্বালা যন্ত্রণা দূর করে এজন্য কয়েকটুকরো বরফকে একটি কাপড়ে পেঁচিয়ে অন্তত ১০মিনিট মলদ্বারের লাগিয়ে রাখুন। এভাবে দিনে দুই থেকে তিনবার বরফ লাগান।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
আদা এবং লেবুর রস :
ডিহাইড্রেশন অর্শরোগের বা পাইলস এর অন্যতম আরেকটি কারণ। আপনি যদি প্রতিদিন আদা ও লেবুর রসের সাথে এক চামচ মধু মিশিয়ে পান করেন তাহলে এটা পাইলস রোগের জন্য খুবই ভালো কাজ করবে।
কারণ এই শরবত শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে তাই এটা পাইলসের সমস্যার সমাধান করতে খুব দ্রুত কাজ করে
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
মুলার জুস :
মুলা দেহের অর্শ্ব রোগ বা পাইলস এবং কোষ্ঠকাঠিন্য রোগের জন্য খুবই উপকারী। মুলার জুস পাইলস রোগের নিরাময়ের একটি কার্যকর খাদ্য এটাকে ঔষধ হিসেবে বিবেচনা করা হয়।
যারা পাইলস রোগে ভুগছেন তারা মুলার জুস এক গ্লাস করে সকাল বিকাল পান করলে উপকার পাবেন। মুলার জুসে আছে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ মুলায় পটাসিয়াম, ভিটামিন সি, ফোলেট, আঁশ, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম যথেষ্ট পরিমাণে পাওয়া যায়।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
অ্যালোভেরা :
মানবদেহের অতি যন্ত্রণা দায়ক পাইলস রোগের জন্য অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসাজ করুন। এটি দ্রুত পাইলসের ব্যথা দূর করতে সাহায্য করবে।
আভ্যন্তরীণ অর্শরোগের ক্ষেত্রে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে একটি প্যাকেটে করে ফ্রিজে রাখুন। এরপর এই ঠান্ডা অ্যালোভেরার জেল ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। পাইলসের ব্যথা, জ্বালা যন্ত্রণা ও চুলকানি কমিয়ে দিতে সাহায্য করবে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
অ্যাপেল সাইডার ভিনেগার :
একটি তুলাের সাহায্যে অ্যাপেল সাইডার ভিনেগার লাগিয়ে দিন পাইলসের ব্যথার স্থানে। শুরুতে এটি লাগানোর পর জ্বালা যন্ত্রণা করবে, কিন্তু কিছুক্ষণ পর এই জ্বালা যন্ত্রণা কমে যাবেন। দিনে কয়েকবার এটি পদ্ধতিটিও অবলম্বন করুন।
পাইলস রোগের জন্য এক চা-চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে দিয়ে এর সাথে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন দিনে দুই তিনবার।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
ডুমুর :
শুকনা ডুমুর কে সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে ছেঁকে ওই পানি পান করুন। এটি পাইলসের সমস্যা সমাধানে বিশেষভাবে সাহায্য করে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
কাঁচা হলুদ :
কাঁচা হলুদ ও আমাদের পাইলসের সমস্যায় জন্য খুব দ্রুত সাহায্য করে। কাঁচা হলুদকে পানিতে ফুটিয়ে সেই পানি নিয়মিত খান। এটা পাইলসের সমস্যার সমাধান করতে খুব দ্রুত কাজ করে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
অলিভ অয়লে:
পাইলসের সমস্যার সমাধান করতে মলদ্বারে অলিভ অয়লে ম্যাসাজ ব্যাথা দূর করে। এছাড়া নিয়মিত ১চা চামচ করে অলিভ সেবন করুন, এতে পাইলসের জ্বালাপোড়া কমবে। এটি পাইলসের সমস্যা সমাধানে বিশেষভাবে সাহায্য করে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
নিয়মিত ব্যায়াম:
শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত। তবে ভারী ব্যায়াম না এজন্য আপনাকে ফ্রি হ্যান্ড এবং সাইকেল চালানো, জগিং,
সাঁতার কাটার মতো ব্যায়ামগুলো বিশেশ ভাবে উপকার করব। নিয়মিত ব্যায়াম করলে পাইলসের সমস্যার সমাধান করতে খুব দ্রুত কাজ করে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
পাইলসের রোগীর যেসব খাবার খাওয়া নিষেধ:
আপনি পাইলসে আক্রান্ত হলে অবশ্যই আপনাকে কিছু খাবার থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে মসলা জাতীয় খাবার।
চিকিৎসকদের মতে পাইলস এ আক্রান্ত ব্যক্তিদের মসলাযুক্ত খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ মসলাযুক্ত খাবার হজম শক্তিতে বাধা প্রদান করে ফলে পাইলসের ব্যথা বাড়ে।
পাইলসের রোগীকে চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে । চা, কফি পাইলসের সমস্যা দীর্ঘস্থায়ী করে। ভেজালযুক্ত খাবার থেকেও দূরে থাকতে হবে যেমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা খাবার।
এসব খাবারে পাচনতন্ত্রের জন্য উপযুক্ত নই। এতেফাইবার না থাকার কারণে এ খাবার খাওয়ার মধ্য দিয়ে কোষ্টকাঠিন্য বাড়ে। এজন্য এসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
পাইলস এর ঘরোয়া চিকিৎসা - Pails Hole Ki Korbo ! About Bangla |
পাইলস এর ঘরোয়া চিকিৎসা, Pails Hole Ki Korbo, About Bangla, পাইলস এর প্রাথমিক চিকিৎসা, অর্শ রোগের ঘরোয়া চিকিৎসা, পাইলস এর ব্যাথা কমানোর উপায়, পাইলস এর প্রাথমিক চিকিৎসা, পাইলস থেকে কি ক্যান্সার হয়, পাইলস রোগীর খাবার তালিকা, পাইলস এর ক্রিম, পাইলস এর ফোলা কমানোর উপায়, পাইলস এর হামদর্দ চিকিৎসা,পাইলস এর ছবি
0 Comments