হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon
হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon |
বুকে কোনো সমস্যা বোধ করছেন না, কখনো বুকে ব্যথা অনুভব হয় না এবং অনেক পরিশ্রমও করতে পারেন এর মানে কোনো দিন হার্ট অ্যাটাক হবে না এমন মনে করার কোনো কারণ নেই। তবে হার্ট অ্যাটাক হওয়ার লক্ষন কতটুকু আছে সেটা জেনে চিকিৎসকের পরামর্শ নিলে অকালমৃত্যু ও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
মাঝে মাঝে বুকে কোনও ধরণের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে। এজন্য হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা খুব ভাল করে বোঝা যায় না। তাই যখন হৃদপিণ্ডের কোনও শিরায় রক্ত জমাট বেঁধে হৃদপিণ্ডে রক্ত চলাচল বাঁধার সৃষ্টি করে তখনই হার্ট অ্যাটাক হয়।
হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon |
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ—এই ধরনের রোগ ও বদ অভ্যাস থাকা মূলত হার্ট অ্যাটাকের কারণ। অনেক সময় হার্ট অ্যাটাক হলেও সঠিকভাবে বোঝা সম্ভব হয় না। তাই জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাকের লক্ষণগুলি সম্পর্কে।
হার্ট এটাকের লক্ষণ
১. বেশির ভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ ব্যথা অনুভব হয় এবং এটা কয়েক মিনিটের বেশি সময় ধরে থাকে। কিছুক্ষণ পর পর ব্যথা অনুভব হওয়া। একটা অস্বস্তি কর চাপ ও ঝাঁকুনি অনুভব হয়।
২. অনেক সময় বাহু, পিঠে, ঘাড়ে ও চোয়ালে অথবা পাকস্থলীতে অস্বস্তি অনুভব হয়।
৩. অনেক সময় বুকে অস্বস্তি ও সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে।
৪. অন্য লক্ষণ গুলোর মধ্যে ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বমি বমি ভাব ও হালকা মাথাব্যথা হতে পারে।
এসব লক্ষণ এর পাশাপাশি পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হলো বুকে ব্যথা বা অস্বস্তি।তবে পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে অন্য যেসব লক্ষণগুলো বেশি দেখা যায় ছোট ছোট শ্বাস, বমি বমি ভাব, পিঠে বা চোয়ালে ব্যথা।
হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon |
স্ট্রোকের লক্ষণ
১. হঠাৎ করে মুখ, হাত-পা, বিশেষত শরীরের এক পাশে দুর্বল ও অচল অনুভূত হওয়া।
২. হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া। কথা বলা বা কথা বুঝতে সমস্যা হওয়া।
৩. হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হওয়া বা ঝাপসা দেখা।
৪. হঠাৎ করে হাঁটতে সমস্যা হওয়া বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা।
৫. কোনো কারণ ছাড়াই প্রচণ্ড মাথাব্যথা ও বমি হওয়া।
হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon |
হার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon, হার্ট অ্যাটাক এর লক্ষন, হার্ট ব্লক হলে কি করনীয়, মিনি হার্ট এটাক সিম্পটমসহার্ট এটাকের লক্ষণ/Heart Attack Er Lokkhon, হার্ট অ্যাটাক এর লক্ষন, হার্ট ব্লক হলে কি করনীয়, মিনি হার্ট এটাক সিম্পটমস
0 Comments