সর্বকালের সেরা ফুটবলার কে - Bisser Sera Footballer Ke ! About Bangla
![]() |
সর্বকালের সেরা ফুটবলার কে - Bisser Sera Footballer Ke ! About Bangla |
পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ১০ ফুটবলার এর সম্পর্কে জানব। যারা তাদের খেলা দিয়ে লক্ষ কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে।
১। Pele
ব্রাজিলের সাবেক ফুটবলার পেলে কে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার বলা হয়। পেলে একমাত্র খেলোয়াড় একসাথে ৩টি ফুটবল বিশ্বকাপ জয় করেছেন। তিনি বিশ্বকাপে ১২ টি গোল করেছিলেন। পেলে বিশ্বকাপে ব্রাজিলের ফরওয়ার্ড প্লেয়ার ছিলেন। পেলে ক্যারিয়ারে ব্রাজিল একসাথে ৩ বার বিশ্বকাপ জিতেছিল।
পেলে ১০ নম্বর জার্সি পড়ে খেলতে। পৃথিবীর লক্ষ কোটি ফুটবল প্রেমিক মানেন যে পেলে একমাত্র প্লেয়ার ফুটবলের বাদশা এবং সর্বকালের সেরা খেলোয়াড়। পেলের ক্যারিয়ারে ১২৮৭ টি গোল করেন। তিনি ফিফা ওয়ার্ল্ডকাপ ইয়ং গেস্ট প্লেয়ার এবং ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল খেতাব অর্জন করেন। এবং পেলেকে লিস্ট অফ দা সেঞ্চুরি খেতাবে বৈশিষ্ট্য করা হয়েছিল।
২। Diego Maradona
ম্যারাডোনা একজন সাবেক বিশ্বসেরা আর্জেন্টিনার ফুটবলার এবং অনাকে পেলের মতো বিশ্বসেরা ফুটবলার ও মানা হয়। ওয়ার্ল্ড কাপে তিনি আর্জেন্টিনার হয়ে ফরওয়ার্ড এবং স্টাইকার হিসেবে খেলে ছিলেন। তিনি হাজার ১৯৮৬ সালে বিশ্বকাপে জার্মানি কে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন।
এর কারণে ম্যারাডোনা কে প্লেয়ার অফ দা সেঞ্চুরি এবং ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল এবং আরো আলেদা আলেদা খেতাব অর্জন করেন। পৃথিবীর অনেক মানুষ ম্যারাডোনা কে পৃথিবীর ফুটবল এর সবচেয়ে একজন বড় খেলোয়ার মানে করে। ম্যারাডোনা তার ক্যারিয়ারে ৩১১ গোল করেন।২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা।
৩। Lionel Messi
ফুটবলের দুনিয়াতে এখন যার নাম সবচেয়ে বেশি প্রসিদ্ধ তিনি হচ্ছেন লিওনেল মেসি। তিনি একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল প্লেয়ার। এছাড়াও লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবে ফুটবল খেলেন। এবং আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলের ফরওয়ার্ড পজিশনে খেলেন। লিওনেল মেসি ১০ নম্বর জার্সি পড়ে খেলেন।
৫ বিশ্বকাপে মোট ৬ টি গোল করেছেন। লিওনেল মেসিকে আলেদা আলেদা খেতাবে ভূষিত করা হয়েছে যার মধ্যে ফিফা প্লেয়ার অফ দা ইয়ার, এবং ইউরোপের গোল্ডেন শু এর মত আরো অনেক খেতাবে সম্মানিত করা হয়েছে। লিওনেল মেসি ৫৭১টি গোল করেছে।
৪। Mane Garrincha
মানে গ্যারিঞ্চা কে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ড্রিবলার মানা হয়। অসাধারণ ড্রিবলার এর জন্য বিখ্যাত ছিলেন। আপনি জেনে অবাক হবেন, তিনি বাঁকানো পায়ের পাতা আর এক পায়ের চেয়ে ৬ মিটারের ছোট আর একটি পা নিয়ে জন্মে ছিলেন। গ্যারিঞ্চা পেলের সাথে খেলতে এবংব্রাজিলের হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলতেন। গ্যারিঞ্চা ব্রাজিলকে একসাথে দুবার ১৯৫৮সাল এবং ১৯৬২ সালে বিশ্বকাপ জিতিয়ে ছিলেন।
দুঃখ বস তো তিনি আমাদের মাঝে আর নেই ২০ জানুয়ারি ১৯৮৩ সালে ৪৯ বছরে তিনি মারা যান।
৫।Miroslav Klose
ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ গোলদাতা হলো জার্মানির ফরওয়ার্ড পজিশনে খেলোয়াড় Miroslav Klose তার ১৬ টি গোল রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে। যা আজ পর্যন্ত একটি রেকর্ড। Miroslav Klose তার ক্যারিয়ারে মোট ১৩৬ টি ম্যাচ খেলেছেন। Miroslav Klose জার্সি নম্বর ১১,Miroslav Klose
যে ম্যাচে গোল করেছেন জার্মানি সে ম্যাচ কোনদিন হারিনি।২০১৪ বিশ্বকাপে জার্মানি থেকে অবসর নেন।
৬। Cristiano ronaldo
বর্তমান ফুটবল দুনিয়ায় মেসির পর যদি কোন খেলোয়াড়ের নাম আসে তা হলো ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি একজন পর্তুগাল এর ফুটবলার। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড পজিশনে খেলেন।৫ ওয়ার্ল্ড কাপে তিনি ৮ টি গোল করেছেন। রিয়াল মাদ্রিদ এর হয় ৩৯৯ টি গোল করেছেন।
রোনালদো জার্সির নাম্বার হলো ৭, এবং ক্রিস্টিয়ানো রোনালদো কে অনেকে CR7 নামে ও চেন। ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার নামে সম্মানিত করা হয়। এবং পরে তিনি ইউরোপিয়ান গোল্ডেন শু খেতাব অর্জন করেছেন।
৭। Ronaldo
রোনালদো ব্রাজিলের একজন সাবেক স্টাইকার , এবং একজন অসাধারণ খেলোয়ার। রোনালদো যখন ব্রাজিল হয়ে খেলেছিলেন তখন ব্রাজিল একসাথে দুই বার বিশ্বকাপ জিতেছিল। প্রথমবার রোনালদো দলে নতুন এসেছিলেন, এবং দ্বিতীয়বার ২০০২ সালে রোলানদো এর কারণে ব্রাজিল আরো একবার চ্যাম্পিয়ন হয়েছিল।
২০০২ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালে ২ গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, রোনালদো ফিফা ওয়ার্ল্ড কাপে বিশ্বের দ্বিতীয় গোলদাতা তিনি মোট ১৫ টি গোল করেছেন। রোনালদোর জার্সির নাম্বার ৯, রিয়াল মাদ্রিদ এবং বারসোনোলা হয়ে তিনি খেলতে।
৮। David Beckham
David Beckham কে ফুটবলের ইতিহাসে সবচেয়ে স্টাইলিশ ফুটবলার বলা হয়। তিনি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং একটানা ২০ বছর ফুটবল খেলেছেন।
যেখানে তিনি ১০০ বেশি গোল করেছেন, David Beckham বিশ্ব পরিচিত অন্যতম কারণ হলো তার জাদু করি ফ্রি কিক এবং তিনি মিট ফিল থেকে গোল করতে পারতেন। তিনি তার ক্যারিয়ারে অনেক অবিশ্বাস্য অসাধারণ গোল করেছেন।David Beckham জার্সি নাম্বার ৭
৯। zinedine zidane
১৯৯৮ সালে zinedine zidane ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। এবং ২০০৬ সালে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে ছিলেন। তিনি ওয়ার্ল্ড কাপে ৫ টি গোল করেছিলেন। যার মধ্যে ৩ টি গোল ফাইনাল ম্যাচে করেছিলেন।
zinedine zidane এর জার্সি নাম্বার ১০ ছিল। এবং ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদ হয়ে খেলতেন এবং তিনি রিয়াল মাদ্রিদ এর কোচ এবং শোনা গেছে তিনি ফ্রান্সের জাতীয় দলের ফোর্স হিসেবে তার নতুন জার্নি শুরু করবেন।
১০। Neymar
ফুটবলের দুনিয়াতে বর্তমানে নতুন এবং উজ্জ্বল নক্ষত্র থেকে থাকে তবে তিনি হলেন ব্রাজিলের ফুটবলার নেইমার।২০১৮ চলতি বিশ্বকাপে হট ফেভারিট খেলোয়ার এবং অনেক মানুষ বর্তমান সময়ে সেরা খেলোয়া হিসেবে বিবেচনা করে।২০১৪ সালে বিশ্বকাপে নেইমার ৪ গোল করেছিল।
এবং বর্তমান ২০১৮ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ১টি গোল করেছেন। নেইমারের জার্সি নাম্বার ১০. এবং আজ পর্যন্ত নেইমার সর্বমোট ৫৪ টি গোল করেছেন। ঘরোয়া লিগে বর্তমানে তিনি পিএসজি হয়ে খেলেন। এবং তিনি বর্তমান সময়ে সবচেয়ে দামি প্লেয়ার যাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় পিএসজই।
সর্বকালের সেরা ফুটবলার কে - Bisser Sera Footballer Ke ! About Bangla , ইতিহাসের সেরা ১০ ফুটবলার, বিশ্বের এক নম্বর ফুটবলার কে, ফুটবলের রাজা কে,ফুটবলের জাদুকর কে, ফুটবলের সেরা খেলোয়াড় কে, বিশ্ব সেরা ফুটবলার কে ২০২২, Top 10 football players
0 Comments