মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় / skin glowing tips in bengali / About Bangla

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় / skin glowing tips in bengali / About Bangla

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় / skin glowing tips in bengali / About Bangla

গরম কালে ত্বকের  সঠিক যত্ন না নিলে মুখের উজ্জ্বলতা কমে জায়। তবে ত্বককে উজ্জ্বলতা ধরে রাখতে কেবা না চায় । সঠিক নিয়ম  জানা নাই বলে ত্বকের যত্ন নেওয়া হয় না। 

ত্বকের  উজ্জ্বলতা ধরে রাখার জন্য  কিছু প্রাকৃতিক উপাদান আপনি  ব্যবহার করতে পারেন। অতি পুষ্টি গুনে ভরা কিছু উপাদান দিয়ে আপনি খুব সহাজে বানতে পারেন একটি বিউটি প্যাক। এই প্যাকটি তৈরি করতে লাগবে  মুসুরি ডালের ভেশন, গোলাপ জল, গরুর কাচা দুধ ও টমেটো। 

এটির  প্যাকটি তৈরি করতে আপনাদের যা যা প্রয়োজন হবে।  একটি খালি পাত্রে ২ চা-চামচ ভেশন নিতে হবে, ভেশন আমাদের মুখের কালো দাগ দূর করে   এবং ত্বকের ভিতর থেকে চকচকে ও  উজ্জ্বল করে।  এর পর  দিতে হবে ১ চা চামচ গোলাপজল। গোলাপজল গরমকালে আপনাদের ত্বক ভালো রাখে এবং ত্বককে ক্লিন করতে সাহায্য করে। তারপর এটিতে দিতে হবে ১ চা-চামচ  গরুর কাচ দুধ। 

 এবং সব শেষ  দিতে হবে ১ চা-চামচ টমেটো পেস্ট বা টমেটোর রস । গরমকালে টমেটোর রস আপনার  ত্বকের জন্য খুবই উপকারী, টমেটোতে ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে।

এবার সমস্ত উপকরণ গুলোকে একসাথে ভালো ভাবে মিক্স করে পেস্ট বানিয়ে নিতে হবে।তারপর পেস্টটি আপনার মুখে ভালো করে লাগিয়ে দিন এবং ১৫ থেকে ২০ মিনিট রাখুন। 

তারপর প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। এই প্যাকটি মাসে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় / skin glowing tips in bengali / About Bangla




মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়  skin glowing tips in bengali / About Bangla  মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় ঘরোয়া স্কিন গ্লোয়িং টিপস   নিমিষেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়   মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় | ছেলে-মেয়ে   স্থায়ীভাবে উজ্জ্বলতা বৃদ্ধির উপায়   কালো থেকে ফার্সা পদ্ধতি উপায়

Post a Comment

0 Comments