মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি/Mukher durgondho dur korar upay/About Bangla
মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি/Mukher durgondho dur korar upay/About Bangla |
Read More>>দ্রুত ঘা শুকানোর উপায়
এবার জেনে নেওয়া যাক কেন মুখে দুর্গন্ধ হয়।
মুখে দুর্গন্ধ হওয়ার কারণ হলো আমরা জখন কোনো খাবার খাই তখন ওই খাবার দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকে, জেটা আপনার মুখের দুর্গন্ধ হওয়ার একটা কারন। মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি কারন হলো কম পানি পান করালে, আপনি যদি কম পানি পান কারেন তাহলে আপনার মুখের লালা বা থুতু ঘনো হয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই এক ঘন্টা পর পর পানি পান করবেন।
Read More>>বুকে গ্যাসের ব্যথা কমানোর উপায়
আপনার মুখে দুর্গন্ধ হতে পারে গ্যাসটিক থাকার কারণে, কিডনি রোগ, লিভার জনিত রোগ থাকলে, এবং উচ্চ রক্তচাপ থাকলে ও ডায়াবেটিকস থাকলে এ ধরনের রোগ গুলো থাকলে মুখে দুর্গন্ধ হয়। এবং আপনার যদি হজমে সমস্যা হয়ে থাকে তাহলে আপমার মুখ থেকে একটা পচা দুর্গন্ধ বের হয় তবে এটা আপনার মুখের দুর্গন্ধ না এটা আপনার পেটের হজম না হওয়া পাচে জওয়া খাবারের গন্ধ ।
আবার মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটা কারন হল কোনো ঔষধ খাওয়ার পার ওই ঔষধের পার্শ্ব প্রাকৃত হলে মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে। এবং মহিলাদের মাতৃত্বে কালীন সময়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। দাঁতের গোরা থেকে রক্ত বের হলে ও দাঁতের গোরায় পাড়িয়া থাকলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়।এরকম কয়েটি কারনে আপনার মুখে দুর্গন্ধ হতে পারে তবে আপনি খুব সহজে কয়েকটা টিপস ফলো করলে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে।
মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি/Mukher durgondho dur korar upay/About Bangla |
Read More>>দ্রুত পেট ব্যাথা কমানোর উপায়
মুখের দুর্গন্ধ দূর করার জন্য করণীয়
মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনাকে প্রতিদিন দুইবার ব্রাশ করতে হব। রাতে ডিনার কারর পর একবার ব্রাশ করতে হবে এবং সকালে ব্রেকফাস্ট করার আগ একবার ব্রাশ করতে হবে।
এর পার সাকাল বিকাল দুইবার কুসুম গরম পানিতে হালকা লবন মিশিয়ে10/15 মিনিট কুলি করতে হবে।
এরপর আপনার জীব এর নিচে রেখে দিতে পারেন ছোট্ট এক টুকরা এলাচ ও এক টুকরা লবঙ্গ , এটা খাবেন না খালি চুষবেন, এটা রখার ফলে মুখের দুর্গন্ধ সৃষ্টি করার ব্যাকটেরিয়া দূর করবে এবং মুখ থেকে সুঘ্রান বের হবে।
মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি/Mukher durgondho dur korar upay/About Bangla |
অবশেষে আরেকটি সুপার টিপস সেটা হলো,
আপনি ঘরেয়া পদ্ধতিতে বানতে পারেন একটি লিকুইড ঔষধ, যেটা আপনার মুখের দুর্গন্ধ ও পেটের সকল সমস্যা দূর করবে। এর জন্য নিতে হবে একটা খালি পাত্রে ২/৩টা তেজপাতা, এর সাথে এড করবেন ২টা এলাছ, ৪টা লবঙ্গ, দারচিনি ও ৬টা গোল মরিচ।
এগুলো হালকা করে ছেচা দিয়ে একটা ডেকছি কারাইতে দিবেন এবং এরসাথে দুইকাপ পরিমান পানি দিয়ে চুলায় ৩০ মিনিট অব্দি জালাবে, আর মাঝে মাঝে চামুচ দিয়ে নারে দিবেন। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ছেঁকে নিতে হবে। অবশেষে আপনি কুসুম গরম থাকে অবস্থা পান করবেন। এটা মাত্র একা সপ্তাহ খেলে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে।
Read More>>খুব তারাতারি চিকন হওয়ার উপায়
মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি/Mukher durgondho dur korar upay/About Bangla মুখে দুর্গন্ধ হওয়ার কারণ ও প্রতিকার মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া পদ্ধতি মুখের দুর্গন্ধের সমাধান মুখের দুর্গন্ধ কারন মুখের দুর্গন্ধ থেকে মুক্তির উপায় স্থায়ীভাবে মুখের দুর্গন্ধ দূর করার উপায় মুখের দুর্গন্ধের সমাধান মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
0 Comments